বিদ্রোহ বন্ধুত্বে
আশিক মাহমুদ
এখন চলি অজানা নির্জন নিভৃত্বে
করি না কাহারো সঙ্গ প্রত্যাসা।
তব হায় একরাশ অভিমান তোমাদের বন্ধুত্বে
আকাশ সমপরিমাণ বিদ্রোহ পোষণ করি,
তোমাদের নিত্যনত্য বন্ধুত্বে।
একবার তোমরা বলেছিলে থাকো পৃথিবীর প্রান্তে,
আমাদের বন্ধুত্ব র য়ে যাবে অভিরত।
নিয়তির তাগিদে হয়েছে বিচ্ছেদ
তাহারপরে কেহ রাখেনি স্মরণে।
ধিক্কার তোমাদের বন্ধুত্বে।
নিত্যনতুন বন্ধুত্বে আজি আমি ঘৃণা করি
ঘৃণা করি সেই সব বন্ধুদের
এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে চলেছি নিভৃতে।
আমি ঘোষণা করেছি বিদ্রোহ,
তোমাদের নিত্য নতুন বন্ধুত্বে।
আমি ঘৃণা করি ওইসব বন্ধুত্ব,
ঘৃণা করি ওইসব বন্ধুদের।
এমনকি তোমাদের কোলাহল মূখর শহরেওইসব বন্ধুত্ব সম্পর্ক কে ঘৃণা করি।
স্পধায় নেই ওইসব বন্ধু বা বন্ধুত্ব।
এমনকি ওইসব প্রেমিক,প্রেমিকা সম্পর্কে র স্থান।
তবু একরাশ পরিমাণ অভিমান
আকাশ পরিমান বিদ্রোহ নিয়ে নিভৃতে চলি ।।।
আরো কিছু কবিতা
1 thought on “বিদ্রোহ বন্ধুত্বে আশিক মাহমুদ”
Comments are closed.